Binance একাউন্ট খোলার নিয়ম এবং একাউন্ট সঠিকভাবে ভেরিফাই করার নিয়ম।

 

Binance account

আসসালামু আলাইকুম, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
বন্ধুরা আজকে আমি এই পোস্টে আপনারা কিভাবে একটি  Binance Account  খুলবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হচ্ছে Binance। Binance এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা, এক্সচেঞ্জ, ট্রেডিং ইত্যাদি করতে পারবেন। আমাদের দেশে বড় বড় এক্সচেঞ্জগুলো সাপোর্ট না করলেও Binance সাপোর্ট করে। ফ্রিল্যান্সাররা তাদের ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট নেওয়ার সুবিধার জন্য বাইনান্স একাউন্ট তৈরি করে।

Binance একাউন্ট খোলার নিয়মঃ

👉 রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন

👉 আপনাদের সামনে নিচের ছবির মতো একটি পেইজ আসবে এখানে আপনি ৩ টি অপশন দেখতে পাবেন 
1. Sign up with phone or email. Or
2. Continue with Apple. Or
3. Continue with Google.



👉 আপনি প্রথম অপশনটি দিয়ে একাউন্ট খুলবেন, এটা সহজ, তবে আপনি চাইলে অন্য অপশন দুটি দিয়েও একাউন্ট খুলতে পারেন।
👉 একাউন্ট করার জন্য আপনার একটি ইমেইল , স্ট্রং পাসওয়ার্ড দিবেন তার পর রেফারেল আইডি দিবেন   371814735 এইটা। অবশ্য এই লিংকে ক্লিক করে একাউন্ট খুললে রেফারেল আইডি অটোমেটিক দেয়া থাকবে। ছবিটি দেখে নিন-


 
👉 তারপর নিচের terms of service and privacy policy তে টিক দিয়ে Create account এ ক্লিক করুন।
👉 আপনার মেইলে একটি Verification code যাবে। কোডটি এখানে দিয়ে দিন।



👉 এখান আপনাকে কিছু প্রশ্ন করা হবে আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারেন অথবা এগুলোর উত্তর দিতে পারেন। লক্ষ্য রাখবেন আপনি আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। ভুল করলে একাউন্ট ভেরিফাই হবে না। আপনার কারেন্সি ইউএসডি সিলেক্ট করুন।
👉 আপনার Binance একাউন্ট রেজিস্ট্রেশন করা শেষ। কিছুক্ষণের মধ্যে আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে আপনার Binance একাউন্ট create হয়ে গিয়েছে। আপনি যে Binance একাউন্ট তৈরি করেছেন তা বর্তমানে Unverified অবস্থায় আছে। এই একাউন্টটি এবার ভেরিফাই করতে হবে।

Binance একাউন্ট ভেরিফাই করার নিয়মঃ


👉 Binance একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার কাছে ওয়েলকাম মেইল এর মধ্যে একটি লিংক দেওয়া হবে, লিংকে ক্লিক করে অ্যাপস এর মধ্যে ঢুকে Binance apps টি ডাউনলোড করে নিন।
👉 এপসে ঢুকলে এরকম একটি পেইজ আসবে। উপরে man আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকলে ভেরিফাই করার অপশন আসবে যেখানে লেখা থাকবে আনভেরিফাইড।


 


👉 এবার আনভেরিফাইড লেখাটার উপর ক্লিক করুন। আপনার Identity ভেরিফাই করার ফরম দেখতে পারবেন।   

🟡 Identity ভেরিফাই করার ফরম টি আসলে এখানে লক্ষ্য করুন  তিন ভাবে ভেরিফাই করা যায়ঃ
🔵 Basic,
🔵 Intermediate,
🔵 Advanced

নিচের তিনটি নিয়মেই ভেরিফাই করার পদ্ধতি দেওয়া হলঃ

🔵 Binance একাউন্ট Basic ভেরিফাই করার নিয়মঃ

💞 Basic ইনফরমেশন এর জায়গায় আপনার Country বাংলাদেশ সিলেক্ট করুন, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, মধ্যম অংশ দিয়ে দিন, আপনার জন্ম তারিখ দিন।
💞 Basic ভেরিফিকেশনের জায়গায় আপনি আপনার শহরের ঠিকানা, পোস্ট কোড, শহর দিয়ে Continue তে ক্লিক করুন।
💞 এখন আপনার Basic ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। বেসিক ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে এটি নিশ্চিত করার জন্য আপনার কাছে একটি মেইল  আসবে।

🔵 Binance একাউন্ট Intermediate ভেরিফাই করার নিয়মঃ

💞 Intermediate ভেরিফিকেশন করার সময় প্রথমে Bangladesh select করে নিন।
💞 এখন আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটি দেখিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সেটি select করুন।
💞 ভোটার আইডি কার্ড নির্বাচন করা হয়ে গেলে আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি তুলে continue তে ক্লিক করুন।
💞একাউন্ট ভেরিফাই করার জন্য এখন আপনাকে সেলফি তুলতে হবে। আলো স্বয়ংসম্পূর্ণ একটি জায়গায় গিয়ে সেলফি তুলুন।
💞 এখন আপনার Face ভেরিফাই করার জন্য একটি ফ্রেম ওপেন হবে ফ্রেমের মধ্যে আপনার মুখ রেখে এপাশ-ওপাশ ঘোরান, চোখের পলক ফেলুন।
💞 সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেলে আপনার Binance একাউন্ট Intermediate ভেরিফাই করার জন্য প্রসেসিংয়ে চলে যাবে। বাংলাদেশ থেকে Intermediate ভেরিফাই করার জন্য সর্বোচ্চ এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
💞 প্রথমে আপনি আপনার দেশ বাংলাদেশ, পোস্ট কোড এবং শহরের ঠিকানা দিয়ে continue তে ক্লিক করুন।
💞 এখন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিলের কাগজ এর ছবি তুলে confirm   এ ক্লিক করুন।
💞 সবকিছু ঠিকঠাক থাকলে ১০ দিনের মধ্যে রিভিউ করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা।
❤️ Binance একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন। 
তবে বন্ধুরা, ফ্রিল্যান্সারদের জন্য Intermediate ভেরিফিকেশন করে একাউন্ট ব্যবহার করা সবথেকে বেস্ট। Binance এর Advanced ফিচারগুলোর জন্য Advanced ভেরিফাই করার কোন প্রয়োজন নেই বেসিক ভেরিফাই দিয়েই Advanced ফিচার ব্যবহার করা যায়। Advanced ভেরিফাই দিয়ে শুধুমাত্র লিমিটের ট্রানজেকশন এর পরিমাণ বাড়ানো হয়।
বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments