মোবাইল এপসের বিরক্তিকর নোটিফিকেশনগুলো বন্ধ করুন এক মিনিটে।।

মোবাইল এপস


আসসালামু আলাইকুম। 

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। 

প্রিয় বন্ধুরা, আপনার মোবাইল ফোনে ডাউনলোড করা এপসের নোটিফিকেশন আডা আজকাল একটা সাধারণ বিষয় । মোবাইল ফোনে ইন্টারনেটের ডাটা কানেকশন দেওয়ার সাথে সাথে এপস গুলোয় নতুন নতুন যত আপডেট আছে সব একই সাথে চলে আসে। যা একটি প্রচন্ড বিরক্তিকর বিষয়।


তাই আজ আমি আপনাদের বলব কিভাবে আপনারা আপনাদের ফোনে এপসগুলো থেকে আসা নোটিফিকেশনগুলো নিমিষেই বন্ধ করতে পারবেন। এবং সমস্যা থেকে মুক্তি পাবেন।

ডাটা কানেকশন অন থাকলে এপসগুলোয় নতুন কিছু আপডেট হলে সেটা সাথে সাথে চলে আসে। মোবাইলে নোটিফিকেশন আসা কোনো খারাপ বিষয় নয় কিন্তু বার বার এই নোটিফিকেশন গুলো আসতে থাকায় কাজ করতে সমস্যা হয়, আবার মাঝে মাঝে এর কারণে আপনার ফোন স্লো কাজ কর ।

তাই কোনো প্রকার ঝামেলা ছাড়া নির্বিঘ্নে কাজ করার জন্য যেভাবেই হোক নোটিফিকেশন বন্ধ করা প্রয়োজন।

তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

🔵🔵 মোবাইল এপসের নোটিফিকেশন বন্ধ করার উপায়ঃ

👉 আপনি মোবাইল ফোন ব্যবহারকারী হলে প্রথমে আপনি আপনার ফোনের Settings অপশনে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পেইজ আসবে -



👉 এবার Apps&Notification এই অপশনে ক্লিক করুন, যে পেইজটি ওপেন হবে সেখান থেকে See All Apps এর উপর ক্লিক করুন, ছবি দেখে নিন- 


👉 এখান থেকে আপনি যে এপস গুলোর নোটিফিকেশন বন্ধ করতে চান সেগুলো একটা একটা করে Select করুন, এখানে আমি Telegram apps টি Select করে দেখাচ্ছি, এপসটির উপর ক্লিক করুন। 

👉 এবার Notification এর উপর ক্লিক করুন,  এই পেইজে  দেখবেন Notification বাটন অন করা আছে। আপনি এটা অফ করে দিন। 




  ব্যস কাজ শেষ।

👉 এখন থেকে আপনার ফোনে এই এপসটি থেকে আর কোনো নোটিফিকেশন আসবে না।

🔵🔵 এভাবে আপনি আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় সব এপসের নোটিফিকেশন গুলো বন্ধ করে দিতে পারেন। আবার যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি আবার এগুলো অন করে দিতে পারেন। 

🔵🔵এখানের এই কাজগুলো আমি আগে চেষ্টা করে দেখেছি এবং ভালো ফলও পেয়েছি। আশা করি আপনি লেখাগুলো মনযোগ সহকারে পড়লে এবং ছবিগুলো ভালো করে দেখলে সব কাজ করতে পারবেন।

তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকবেন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments