সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারি ২০২২। বয়স বাড়ল ৩৯ মাস।।

সরকারি চাকরির বয়স


আসসালামু আলাইকুম,

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

করোনাভাইরাস মহামারির কারণে সবার কথা বিবেচনা করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়ে গেছে বা শেষ হতে চলছে, তাদের জন্য ৩৯ মাস আরো বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়।

আরও পড়ুনঃ

হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন।

২২ সেপ্টেম্বর ২০২২ জারিকৃত এক প্রজ্ঞাপনে, বিসিএস ছাড়া সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগে ৩৯ মাস বয়স বাড়ানো হয়েছে।

২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে, সরকারি চাকুরীতে বয়স বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বয়স বাড়ানো হয়েছে।

যে সকল দপ্তর কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠানের (৩০/০৬/২০২৩) তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে, আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স (২৫/০৩/২০২০) তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।

বিসিএস ব্যতিত সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়ে গিয়েছে, তারা আগামী ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

অর্থাৎ বিসিএস ব্যতিত সকল সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে।

বন্ধুরা, এই তথ্যটি হয়ত সবাই জানেনা। তাই সবাইকে তথ্যটি জানাতে আপনার বন্ধুদের এবং সব সামাজিক মাধ্যমে বেশি বেশি শেয়ার করুন।

আজ এ পর্যন্ত। 

সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ্ হাফেজ। 

এই আর্টিকেলগুলোও আপনার জন্যঃ

Post a Comment

0 Comments